প্রধানমন্ত্রীর সঙ্গে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে: আইনমন্ত্রী
সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এটা শেখ হাসিনার পরিশ্রম আর আপনাদের সহযোগীতার কারণে। সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে।
শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আখাউড়া উপজেলাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
এসময় নিজ এলাকার জনগণকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই তুলনামূলক মৃতের সংখ্যা কম হয়েছে। যদিও একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।