কিছু এনজিও রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে : তথ্যমন্ত্রী

১২৫

দেশি-বিদেশি কিছু এনজিও কর্মকর্তারা নিজ দেশে ফিরে না যেতে রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে, বলে মন্তব্য করেছেন  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাতে নগরীর জেএমসেন হলে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ অভিযোগ করে। তিনি আরো বলেন, রোহিঙ্গারা এখানে থাকলে তাদের বড় বড় ফান্ড আসে। তিনি বলেন, ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন স’গিত ঘোষণার কিছু আগে এনজিওদের একটি অ্যালায়েন্স বিবৃতি দিয়েছেন মিয়ানমারে নাকি সেই পরিবেশ নাই। তারা আগেও রোহিঙ্গাদের প্ররোচনা দিয়েছে এখনও দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষ উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলএমপি।

 

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like