কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

৭৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সেদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সেদ্ধ করছিলেন। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

You might also like