কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক দুই
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। নিহতের স্বজনরা জানায়, মহাখালী-থেকে কিশোরগঞ্জ আসার পথে ভৈবর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে শ্বাস রোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি