কিশোরগঞ্জে আওয়ামীলীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

৯৭

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে সাবেক আইজিপি নূর মোহাম্মদ মনোনয়ন পাচ্ছেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে বর্তমান এমপি সোহরাব উদ্দিন এর সমর্থকরা বিক্ষোভ ফেটে পড়ে।

 

আজ দুপুর ১২.৩০ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। বেশ কিছুক্ষন পর পুলিশ এসে বেরিকেড তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদ এর সমর্থকরা লগি বৈঠা ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সোহরাব উদ্দিন সমর্থকদের ধাওয়া করে। এ সময় সমস্ত দোকানপাঠ বন্ধ হয়ে যায় এবং এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like