কিশোরগঞ্জে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস
সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকায় গিয়ে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এসময় ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি