কিশোরগঞ্জে প্রায় ১ হাজার কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ

১০

কিশোরগঞ্জে প্রায় ১ হাজার কৃষকের মাঝে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল এইচসি-৯৫ জাতের কেনাফ পাটের বীজ বিতরণ করেছে আঞ্চলিক পাট গবেষণা ইনস্টিটিউট।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্র থেকে এসব বীজ বিতরণ করা হয়। এসময় জেলার এক হাজারের অধিক কৃষককে ২ কেজি করে প্রায় আড়াই টন বীজ দেওয়া হয়।

পাট গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, গত বছর জেলায় ১৬ হাজার ৭ শত ৮০ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়। এর মধ্যে ৭ হাজার ৯ শত ৩৫ হেক্টর জমিতে কেনাফ পাটের আবাদ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বীজ বিতরণ করায় এ বছর পাটের আবাদ আরো বৃদ্ধি পাবে ।