কিশোরগঞ্জে বিদেশী বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১২

কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা শহরের কালীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় দোকান থেকে ১৯ বোতল বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী উজ্জল বর্মন ও ইসরাইলকে আটক করা হয়। আটক হওয়া উজ্জল বর্মন সদর উপজেলার যশোদল ইউনিয়নের সেবাশ্রম এলাকার মৃত গণেশ চন্দ্র বর্মনের ছেলে ও ইসরাইল একই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্পের লে. কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি আভিযানিক দল রাতে অভিযান চালায়। এসময় তাদের বিদেশী বিয়ারসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত বিদেশী বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

You might also like