কিশোরগঞ্জে বিপুল পরিমান জাল ডলারসহ মূল হোতা আটক
কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া বাজার এলাকা থেকে বিপুল পরিমান জাল ডলার ও জাল ডলার মুদ্রণের মেশিনসহ সংঘবদ্ধ চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু নাঈম মোহাম্মদ তালাত।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান আর্থিক লেনদেন এবং ঈদে নতুন টাকার চাহিদায় সুযোগটিকে কাজে লাগিয়ে বিপুল পরিমান জাল ডলার চাপানোর কাজ করে যাচ্ছিল। এই ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এলাকার এ এস এম আব্দুল মজিদের ছেলে এ এস এম মোনায়েম।
এসময় তার কাছ থেকে জাল ডলার তৈরী করার কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, পাসপোর্ট, মোবাইল, জাল ডলার চাপানোর কাগজসহ বিপুল পরিমান জাল ডলার উদ্ধার করা হয়।