কিশোরগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
কিশোরগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ । এ সপ্তাহে হাসপাতালে ভতি হয়েছেন ৩০ জনেরও বেশি ডেঙ্গু রোগী।
পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকলেও রোগী বাড়ার সাথে সাথে দেখা দিতে পারে চিকিৎসা সংকট। শনিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৬ জন, জেলার বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর আগে শুধু কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আরও ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি