কিশোরগঞ্জে ১৭তম ছড়া উৎসবের উদ্বোধন
“ছড়া অমর ছড়ায় জয়, মানে না বাধা, পরাজয়” এই প্রতিপাদ্যে বর্নাঢ্য আয়োজনে প্রতিবছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে ৩দিন ব্যাপী ১৭তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা।
জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংস্কৃতি সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বর্নাঢ্য একটি শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব শওকত আলী।
এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্য সচিব আবুল কাশেম প্রমুখ।