কুমারখালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ উপলক্ষে কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ-অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করে জেলা টাস্কফোর্স কমিটি।
রোববার সকালে অভিযানটির নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় অভিযানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, মৃনাল কান্তি দে, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার শাখা, কুষ্টিয়া, মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সাধন কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর,কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ক্ষেত্র সহকারী গৌতম কুমার রায় ও শামীম রেজা।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ-২০২১ উপলক্ষে ৪ অক্টোবর থেকে আগামীকাল ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় সম্পুর্ন নিষেধাজ্ঞা জারি করে সরকার। তারই অংশ হিসেবে কুমারখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ৫২ টি অভিযানে ৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে এ বছর ২৪ জেলেকে ৯০ হাজার টাকা জরিমানা ও ১ লক্ষ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।