পূজামণ্ডপে হামলার কারণ খুঁজছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কোনো কারণ ছাড়া পূজামণ্ডপগুলোতে অস্থিরতা হয়নি। এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি। শিগগিরই একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনাটা আপনাদের (সাংবাদিকদের) জানাবো।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।