কুমিল্লায় ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি
কুমিল্লায় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
রবিবার সকালে সদর উপজেলার ধুতিয়া দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন। এসময় তাদের ছেলেধরা সন্দেহে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি