কুমিল্লায় জব্দকৃত ৯ কোটি ২৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
কুমিল্লার বিভিন্ন সীমান্তে গত ১০ মাসে জব্দকৃত ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
সোমবার দুপুরে কুমিল্লা কোটবাড়ীস্থ বিজিবি-১০ ব্যাটালিয়নের সদর দপ্তরের প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন, সরাইল রিজিয়ন কমান্ডার মো. তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ ও কুমিল্লা সেক্টর সদর দপ্তরের কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।