কুমিল্লায় ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদের দাফন সম্পন্ন

১১৪

কুমিল্লায় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বাদ জোহর দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকালে কুমিল্লা টাউন হল মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ ন্যাপ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গত শুক্রবার অধ্যাপক মোজাফফর আহমেদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like