কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার চান্দিনার ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডের পাশে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকন কুমিল্লার চাঞ্চল্যকর মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা খায়রুল আলম সাধন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি