কুমিল্লায় ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

১২১

কুমিল্লায় ১ হাজার ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. ইব্রাহিম ওরফে ইবু নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ (সোমবার) সকালে, কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় সীমান্ত এলাকা থেকে শহরমুখী একটি সিএনজি’র গতিরোধ করে তল্লাশি চালিয়ে অটোরিকশা ভর্তি সাতটি বস্তার ভেতরে থাকা ১৪০০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like