কুমিল্লায় বিকাশ এজেন্টের টাকা ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফাতার

১৫৯

কুমিল্লার তিতাসে বিকাশ এজেন্টের ৫৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় মন্টু সরকারকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার  আজিমুল আহসান জানান, শনিবার রাতে মন্টু সরকারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটক দুই ডাকাত অমর ও সহিদুল্লার আদালতে দেয়া ১৪৪ ধারা জবানবন্দি অনুসারে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মন্টু সরকারের স্বীকারোক্তি অনুযায়ী তিতাস থানার মৌটুপি গ্রামের বাতেন সরকারের ঘর থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এর আগে পুলিশ ডাকাতি হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারী তিতাসের দড়িকান্দির ব্রীজের কাছ থেকে বিকাশ এজেন্টের কাছ থেকে অস্ত্রধারী ডাকাতরা ৫৮ লাখ টাকা ডাকাতি করে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like