কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭
কুমিল্লায় বাস-সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
দুপুরে লালমাই উপজেলার বাগমারা জামতলী এলাকায় এ দুঘর্টনা ঘটে। লালমাই থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুদার জানান, লাকসামগামী তিসা পরিবহনের একটি বাস কুমিল্লাগামী সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত দুই শিশুসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে শিশু দুটি মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি