কুমিল্লায় ৫ যাত্রী নিহত: সেই ট্রাকচালক গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক রাকিবুল হাসান রনিকে (১৯) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত কেরেছেন। তিনি জানান, গ্রেফতার রাকিবুল হাসান রনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।
র্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব অভিযান চালিয়ে শনিবার রাতে চালক রনিকে জেলার সদর দক্ষিন থানার গলিয়ারা দক্ষিন ইউনিয়নেরমুরাপাড়া গ্রাম হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত সড়ক দুর্ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
রনি আরও জানায়, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স বা কোন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নেননি। সে সমাজতার মাধ্যমে অল্প টাকার বিনিময়ে বিভিন্ন মালিকের ড্রামট্রাট চালানো শুরু করেন।
এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে নিহত অটোরিকশা চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।
এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।