কুমিল্লা জেলা লকডাউন ঘোষণা
কুমিল্লা জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে কুমিল্লায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বিকেলে এ ঘোষণা দেন।
ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার দুটি উপজেলায় তিনজন আক্রান্ত হওয়ায় এবং তাদের একজন অবাধে ঘোরাফেরা করার খবর আসার পর এ লকডাউন ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবে না।
সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি