কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

১১৪

কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার সিটি মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে ফুটপাতে থাকা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়সহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যাক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারীগণ জানান, নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা সরাতে এ অভিযান পরিচালিত হয় এবং আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like