কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক পর্যায়ে স্কিলস কম্পিটিশনের উদ্বোধন

১৩৭

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক পর্যায়ে ছয় জেলার মধ্যে স্কিলস কম্পিটিশনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় ইনস্টিটিউটের মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন। পরে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন করে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষ মোঃ রিহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাপতি আক্কাস আলী শেখ।

তিনি বলেন, স্কিলস কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও নতুন নতুন ট্যাকনোলজি নিয়ে কাজ করার সুযোগ পাবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like