কুমিল্লা মেডিকেলে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির হার
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির হার কমতে শুরু করেছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদ উদ্দিন বলেন, এ যাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৪ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১ জন। এছাড়া ৬৬৮ জনের সবাই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চলমান স্যালাইন সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি