কুষ্টিয়ার ভেড়ামারা ও কুয়াকাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা ও কুয়াকাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শুকুর আলি ও আলামিন হোসেন নামে দু’জন নিহত হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, ভোররাতে ওই স্থানে পাবনা থেকে ছেড়ে আসা চাল বোঝায় একটি ট্রাকের সাথে ইট বোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইট বোঝায় ট্রলির চালক শুকুর আলি ও হেলপার আলামিন নিহত হয়।
এদিকে, সকালে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের কচ্ছপখালী এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংর্ঘষে সেজান নামে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আফিদ নামে আরো একজন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি