কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

১১৫

কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে সুজন নামে এক ট্রাক চালক নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। এছাড়া, টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন।সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর ও নাগরপুরের পাকুটিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় পিকআপ হেলপার নাজমুল আলম ও অজ্ঞাত আরেকজন নিহত হন।

অন্যদিকে, টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় নসিমনের চাপায় উজালা ও শেফালি বেগম নামে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে, সাভারে আশুলিয়ায় বেপরোয়া মোটরসাইকেল চাপায় কাওছার বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like