কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশরত চন্দ্র রায় (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে ফুলবাড়ী এলাকার পূর্ব চন্দ্রখানা গ্রামের মৃত: খোকারামের পূত্র দশরত চন্দ্র রায় বাড়ীর টিনের চালে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। মুমুর্ষ অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
ফুলবাড়ী হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: আজরিন আক্তার জানান, দুপুর ১২টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা দ্রুত পালস, পেশার ও ইসিজি চেক করে তার জীবনের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি