কুড়িগ্রামে কুড়িটি একাডেমি ক্লাব নিয়ে ফুটবলের নগরী শিল্ডকাপ আয়োজন

১৬১

‘প্রতিটি গ্রামে গ্রামে গ্রামিণ ফুটবল ফেডারেশন গড়ে উঠুক’ এই প্রত্যয় নিয়ে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি জেলার ৯টি উপজেলার ২০টি একাডেমি ভিত্তিক ক্লাবকে নিয়ে আয়োজন করেছে ফুটবলের নগরী শিল্ডকাপ-২০১৯।

বসুন্ধরা কিংস এর স্পন্সরে অনূর্ধ ১৮ বছর বয়সীদের নিয়ে এই প্রতিযোগিতা আগামি ১২ এপ্রিল জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত সংসবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রায়হান কবির নোমি নোমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বসুন্ধারা কিংস কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি আবু মো: সাঈদ হাসান লোবান, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, আব্দুল ওয়াহেদ, খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, কুড়িগ্রামকে ফুটবলের নগরী হিসেবে ব্রান্ডিং করতে এবং তৃণমূল থেকে ফুটবলকে জনপ্রিয় করতে এই শীল্ডকাপের আয়োজন করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like