কুড়িগ্রামে দক্ষ মানবসম্পদ তৈরি করতে স্বপ্নকুড়ির যাত্রা শুরু

১৩৪

দেশের উত্তরের বৃহত্তম নদ-নদীময় ও সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। ১৬টি নদ-নদীতে বেষ্টিত জেলায় প্রায় ২২লাখ মানুষের বসবাস। এরমধ্যে প্রায় সাড়ে চারশতাধিক চরাঞ্চলে ৩/৪ লাখ মানুষ বসবাস করছে। বন্যা,খরা,শীতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় এই জনপদের মানুষদের। কোন শিল্পকল,কারখানা না থাকায় বছরের বেশির ভাগ সময় হাতে কাজ থাকেনা এখানকার শ্রমিকদের।

জেলার শিক্ষিত/ অর্ধশিক্ষিত বেকার যুব-যুবতিদের কর্মমুখি এবং তাদের উদ্ভাবনী ধারণা তৈরি, প্রশিক্ষণ ব্যবস্থা করাসহ শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যেই জেলা প্রশাসন স্বপ্নকুড়ি প্লাট ফরম তৈরি করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের নীচ তলায় ১৬০০বর্গ ফুটের হলরুমে রয়েছে বসার জন্য রয়েছে শতাধিক আসন।

কুড়িগ্রাম জেলার সংস্কৃতিকে এগিয়ে নিতে স্বপ্নকুড়ির যাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ বিশিষ্ট জনদের।

স্বপ্নকুড়িতে প্রশিক্ষণের মাধ্যমে ছেলে মেয়েরা দক্ষ হবেন এমনটাই মনে করছেন এই সচিব।
সমস্যা চিহ্নিত করে বেকার যুব-যুবতিদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখি করা এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য স্বপ্নকুড়ি স্থাপন করার কথা জানান জেলা প্রশাসক।

এছাড়াও সরকারের সকল উন্নয়ন সর্বস্তরে পৌঁছানোর পাশাপাশি বেকার জনগোষ্ঠীকে দক্ষকর্মীতে রূপান্তির করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like