কুড়িগ্রামে ২১ কেজি গাঁজাসহ আটক ২
কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকায় টাঙ্গাইলগামী পাথরবোঝাই ট্রাক থেকে ২১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে পাথরবোঝাই ট্রাক থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার ছেলে ট্রাকের চালক সুহেল মিয়া (৩৮) ও একই এলাকার সোনা মিয়ার ছেলে হেলপার সবুজ মিয়া (৩৫)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, সোমবার রাত ১১টার দিকে শহরের ধরলা সেতু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথরবোঝাই একটি ট্রাকের কেবিন থেকে ২১ কেজি গাজাসহ চালক সুহেল ও হেলপার সবুজকে আটক করা হয়।