কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরে মতবিনিময় সভা
নাটোরে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক খাদ্য ঘাটতিসহ অন্যান্য সংকট অবস্থা থেকে আমাদের দেশকে রক্ষা করতে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। এই লক্ষ্যে মাটির স্বাস্থ্য পরীক্ষার ফলাফল কৃষক পর্যায়ে সরবরাহ, পরিমিত সার ব্যবহার, গুণগতমানের বীজের অবাধ সরবরাহ, সাথী ফসল ও সমলয় কৃষির সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন সেচ ও সার সুবিধা কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা, টিস্যু কালচারের মাধ্যমে গাছের চারা উৎপাদন করা, বসতবাড়িতে সব্জিসহ অন্যান্য উৎপাদন কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং সংশ্লিষ্ট দপ্তর এসব ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।