কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সচেষ্ট : আইসিটি প্রতিমন্ত্রী

১৪

কৃষি ও কৃষককের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সদা সচেষ্ট উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তাই করোনাকালীন সময়েও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

রোববার সিংড়া উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো উফসী ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

পলক বলেন, বর্তমান সরকার কৃষিতে ব্যাপকভাবে প্রযুক্তির সমাবেশ ঘটিয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যম শুধু উৎপাদনই বৃদ্ধি পায়নি, উৎপাদন খরচও কমেছে। ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষকদের নিকট হস্তান্তর করা হচ্ছে। কৃষকদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নিয়মিত প্রদান করা হচ্ছে প্রণোদনা এবং হস্তান্তর করা হচ্ছে উৎপাদনের নতুন নতুন প্রযুক্তি। এর সুফল হিসেবে উৎপাদন বেড়েছে বহুগুণে। সারা বিশ্ব করোনাকালীন সময়ে খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে।

You might also like