কৃষি সচিব হলেন মেজবাহুল, পার্বত্য সচিব সফিকুল
কৃষি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেজবাহুল ইসলাম। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
একই আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে তাকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
প্রসঙ্গত কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. নাসিরুজ্জামান ১৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি