কেপিএমে কাগজ উৎপাদন সচল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ব কাগজ কল কর্ণফুলী পেপার মিলে গ্যাসের পূর্ণ সংযোগ দিয়ে কাগজ উৎপাদন সচল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার কেপিএম সিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন লিমিটেড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় কেপিএমে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন মন্ত্রণালয়, এনটিসিবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারী প্রতিষ্ঠানের যে ৩ হাজার টন কাগজের চাহিদা রয়েছে তা বেসরকারী কাগজ কলগুলোতে চলে যাওয়ার আশংকা রয়েছে। এসময় দ্রুত গ্যাসের পুর্ণসংযোগ দিয়ে কাগজ উৎপাদনের ব্যবস্থা করা না হলে কেপিএম শ্রমিক কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি