কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩

১২৫

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনাটি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. আরিফুল ইসলাম নবীন জানান, গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওই প্লাস্টিক কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় দগ্ধ হন অন্তত ৩৭ জন। গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like