কেরানীগঞ্জে ভেকু-সিএনজি সংঘর্ষে নিহত ৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়ায় ভেকু গাড়ি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ৪ জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যরা হলেন- জুনায়েদ হোসেন (২২), নাঈম হোসেন ফাহিম (২১), সামাদ (২০) ও অটোচালক তমাল (১৭)। এর মধ্যে তমাল ইকুরিয়া মীরেরবাগ এলাকার বাদল মিয়ার ছেলে। নিহত যাত্রীদের সবাই একটি কারখানার শ্রমিক। ধারণা করা হচ্ছে, তারা সবাই মিলে মাওয়া ঘাটে যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিম পাশের আর্মি ক্যাম্প নার্সারিতে ঢুকছিল ভেকু গাড়িটি। এ সময় দ্রুতগামী সিএনজি অটোরিকশাটি পেছনে দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৪ যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রী মারা যায়। ওই অটোরিকশায় মোট ৬ জন আরোহী ছিলেন। অপর যাত্রী মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে পারেনি। তবে হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহির বলেছেন, ভেকুটি একটি শাখা রাস্তায় ঢুকছিল। এ সময় সিএনজি অটোরিকশা এর পেছনে ধাক্কা দেয়। নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।