কোচিং করতে গিয়ে ফেরেনি তাছমিনা; মুক্তিপণ দাবি

১০৮

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে তাছমিনা আকতার নিশু নামে এক কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টায় কোচিং করতে যায় তাছমিনা। কিন্তু নির্দিষ্ট সময়ে বাসায় না ফেরায় তার মুঠোফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে তারা খবর নিয়ে জানতে পারেন, তাছমিনাকে চার-পাঁচজন যুবক একটি দোকানে নিয়ে মারধর করে। পরে রাত ১০টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন দিয়ে তার মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like