কোতোয়ালীতে ডাকাতি মামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার
চট্টগ্রামে কোতোয়ালীতে পাঁচ লাখ টাকা ডাকাতি মামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও টাকা।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, কর্ণফুলী ও ওয়াসা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ (শনিবার) দুপুরে, সিএমপির দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান। তিনি জানান, আসামীরা মুলত ছদ্মবেশী ডাকাত দলের সদস্য।
নিউজ ডেস্ক/বিজয় টিভি