কোভ্যাক্স ভ্যাকসিন জোটে যোগ দিয়েছে চীন
করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ গঠিত কোভ্যাক্স জোটে যোগ দেয়ার কথা জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার তারা জোটের সহযোগী সংগঠন গ্যাভির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে সেপ্টেম্বরের মধ্যে এ জোটে যোগদানের সময়সীমা নির্ধারণ করা হলেও, এতে যোগ দিতে অস্বীকৃতি জানায় চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং ‘ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপে যোগ দেয়ার কথা জানান। এ সময় সামর্থ্যবান দেশগুলোও কোভ্যাক্স জোটে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে চীন কীভাবে এ জোটে অবদান রাখবে তা এখনও পরিষ্কার নয়।
এদিকে, আগেই কোভ্যাক্স জোটে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক/বিজয় টিভি