কোরবানির ঈদে পণ্য মজুতের সুযোগ বন্ধে সতর্ক থাকার নির্দেশ
আগামী কোরবানির ঈদে অবৈধভাবে কেউ যেন পণ্য মজুতের সুযোগ না পায় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।
বুধবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভার শুরুতে তিনি এ নির্দেশ দেন।
সচিব বলেন, সামনে কোরবানির ঈদ। সেখানে পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। ভবিষ্যতে এসব পণ্য মজুত করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য যার যার জায়গা থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে অস্থির অবস্থা চলছে উল্লেখ করে বাণিজ্যসচিব বলেন, অনেক পণ্যের ঘাটতিও আছে। বাড়ছে দামও। তবে সেদিক থেকে বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতেই রয়েছে। দেশে যা হয়েছে সেটি কিছু ব্যবসায়ীর অপতৎপরতার কারণেই। যার দায় পুরো ব্যবসায়ী সমাজের উপর পড়ছে। সরকার সেদিক থেকে সতর্ক রয়েছে। এখানে যা করার করছে। তবে শঙ্কা কাটেনি বলেও মনে করেন বাণিজ্যসচিব।
সভায় দেশে অত্যাবশ্যকীয় বিভিন্ন নিত্যপণ্যের দাম, মজুত, সরবরাহ ও উৎপাদন পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনা করে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের করণীয় দিক নির্দেশনা দেবে বাণিজ্য মন্ত্রণালয়।