কোরবানী মৌসুমে চট্টগ্রামে বাড়লো মসলার দাম
আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোরবানির ঈদ সামনে রেখে সব ধরনের মসলার দাম বেড়েছে।
মসলার বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ও আছদগঞ্জে গুয়াতেমালা থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচের দাম বেড়েছে প্রায় তিনগুণ। রেয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারসহ অন্যান্য খুচরা বাজারে এসব পণ্যের দাম রাখা হচ্ছে কেজিপ্রতি ১০-২০ টাকা বেশি। এদিকে বাজারে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তেল, চিনি সহ কয়েকটি নিত্যপণ্যের দামও বেড়েছে। ভারতীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদ সামনে রেখে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি