ক্রিকেটার সাকিবের হাতে ‘চট্টগ্রাম নগর চাবি’

১২৫

বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের কারণে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএস।

সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাকে সম্মানসূচক ‘নগর চাবি’ উপহার দেন। দেশের প্রথম কোনো খেলোয়াড়কে এ চাবি দিয়ে সম্মান জানানো হলো। পরে খুদে ক্রিকেটারদের নানা প্রশ্নের জবাব দেন বিশ্বসেরা অলরাউন্ডার। এসময় উপস্থিত ছিলেন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাসসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like