ক্রিস্টাল মেথ আইস সহ এক রোহিঙ্গা আটক

২২

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার (১৯ মে) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক শহীদুল ইসলাম (২২) টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। শেখ খালিদ বলেন, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফে নাফ নদীর দমদমিয়া এলাকার বিএসপি খাল দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বিএসপি খাল দিয়ে মাছ ধরার জালসহ সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির শরীর তল্লাশী করে পিঠে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৩০ লাখ টাকা। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলায় দায়ের করা হয়েছে বলে জানান লে. কর্ণেল শেখ খালিদ।

You might also like