ক্ষতিপূরনের ৫লাখ টাকা পেলেন দূর্ঘটনায় পা হারানো রাসেল সরকার

১২০

সড়ক দূর্ঘটনায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরনের ৫লাখ টাকার চেক দিয়েছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

রাসেলকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিকভাবে এ টাকা দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। বাকি ৪৫ লাখ টাকা পরিশোধে গ্রিনলাইনকে এক মাস সময় দিয়েছেন হাইকোর্ট। ক্ষতিপূরণের অগ্রগতির বিষয়ে শুনানিতে বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৪ এপ্রিল পরিবহনটির ম্যানেজারকে ‘১০ এপ্রিলের মধ্যে টাকা না দিলে ১১ এপ্রিল থেকে বাসের টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি