ক্ষমতায় যেই আসুক,দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪৮

আগামী নির্বাচনে যে-ই ক্ষমতায় আসুক, দেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিবিদ ইন্সটিটিউশন আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার কাজ করে যাচ্ছে সরকার।

পাশাপাশি উন্নত গবেষণার ও কৃষকদের সুযোগ-সুবিধা প্রদানের মধ্য দিয়ে কৃষিখাতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like