ক্ষমতা ভোগের বস্তু নয়,মানুষের জন্য কাজ করাই মূল লক্ষ্য:শেখ হাসিনা

১৩৫

ক্ষমতা ভোগের বস্তু নয়, রাজনৈতিক নেতা হিসেবে মানুষের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেইনিং ইনস্টিটিউট এবং ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জনগণের সেবা করার জন্যই ক্ষমতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও আইক্যাম্প করে চিকিৎসা দেয়া হবে।

জানান, অঞ্চলভিত্তিক চিকিৎসা সেবা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার।অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের জন্য আলাদা ফান্ড করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like