খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

৮৯

“মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ শ্লোগানে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২০।

আজ শনিবার) সকালে জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্য বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদুল আলম। অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ হুমায়ুন মোর্শেদ খান, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন ফিরোজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা, সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য ববিবাহ প্রতিরোধ, মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশ সহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।

এছাড়াও গুইমারা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি সহ জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like