খাগড়াছড়ির ঘটনায় সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্য ছিলো না : ডিআইজি
খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় সংঘটিত গণধর্ষণের পেছনে সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
আজ (রোববার) সকালে, খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা বলেও জানান তিনি।
এদিকে, সকল ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এবং বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি