‘খালেদা জিয়ার কথায় দেশ চলা তো দূরের কথা বিএনপি চলবে কিনা সন্দেহ’
জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে যিনি এখন বাসায় আছেন তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পরে দেশ চলবে। বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলা তো দূরের কথা বিএনপি চলবে কিনা সঃন্দেহ আছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দয়ায় জাতীয় পার্টির কিছু নেতার এমপি হয়ে সংসদে আসার সুযোগ হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোনো নেতা এমপি হবে সেটা দুঃস্বপ্ন। জাতীয় পার্টিতে এখন দেবর ভাবির লড়াই চলছে। যে তার ভাবিকে চেয়ারে বসতে দেয় না সে দলের অন্য নেতাকর্মীদের বসতে দেবে এটা আশা করা যায় না।
এসময় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
পরে চীপ হুইপ বহেরাতলা ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন।